Friday, September 21, 2012

টাইপ করুন কী-বোর্ড ছাড়াই

মনে করুন, হঠাত্ কোন কারণে আপনার কী-বোর্ডটা গেল নষ্ট হয়ে। আর ঠিক সেই মুহূর্তে আপনার পক্ষে নতুন একটা কী-বোর্ডের ব্যবস্থা করাও সম্ভব হচ্ছে না। তাই বলে কি আপনার লেখালেখির কাজ বন্ধ হয়ে থাকবে? মোটেই না। আপনি ইচ্ছে করলে কী-বোর্ড ছাড়াই লেখালেখির কাজ চালিয়ে যেতে পারেন।
এর জন্য আপনাকে Start > All Programs > Accessories > Accessibility > On-Screen Keyboard সিলেক্ট করতে হবে। এর ফলে আপনি স্ক্রীনে একটা কী-বোর্ড দেখতে পাবেন। এবার আপনি যেখানে টাইপ করতে চান, অর্থাত্ এম এস ওয়ার্ড বা নোটপ্যাড উইন্ডোতে, একবার মাউজ দিয়ে ক্লিক করুন। তারপর অন-স্ক্রীন কী-বোর্ডের অক্ষরগুলোর উপর মাউজ দিয়ে ক্লিক করে বিকল্প টাইপিং এর কাজ চালিয়ে যান।
শুধু টাইপিং নয়, আপনার যদি বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন কমান্ডের শর্টকাট কী গুলো মুখস্ত থাকে, তাহলে অন-স্ক্রীন কী-বোর্ড ব্যবহার করে আপনি সেসব কমান্ডও প্রদান করতে পারবেন। যেমন, অন-স্ক্রীন কী-বোর্ডে আপনি যদি কন্ট্রোল+S প্রেস করেন, তবে ফাইলটি সেভ হয়ে যাবে অথবা সেভ অ্যাজ ডায়ালগ বক্স প্রদর্শিত হবে। অর্থাত্ এই কী-বোর্ডটিকে আপনি ভার্চুয়াল কী-বোর্ড হিসেবে প্রায় সব কাজেই ব্যবহার করতে পারবেন। অবশ্য টাইপিং ছাড়া অন্যান্য কাজ যেহেতু সাধারণত মাউজ দ্বরাই করতে হয়, সেক্ষেত্রে অন-স্ক্রীন কী-বোর্ড এর উপর মাউজ দিয়ে ক্লিক করার চেয়ে সরাসরি মেনুবার বা টুলবারের উপর ক্লিক করাটাই বুদ্ধিমানের কাজ হবে।

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan